শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো-
১. প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো গোলাকার।
২. কোষগুলো জীবিত।
৩. কোষপ্রাচীর পাতলা ও সমান পুরু।
৪. কোষপ্রাচীর নমনীয়, কোষপ্রাচীরে সেলুলোজ নির্মিত।
৫. ক্লোরোপ্লাস্ট থাকতে পারে।
৬. কোষপ্রাচীর পাতলা হওয়ায় অবস্থানকারী অঙ্গকে কোন দৃঢ়তা প্রদান করতে পারে না।
৭. খাদ্যোৎপাদন ও সঞ্চয় এর প্রধান কাজ।
৮. উদ্ভিদ দেহের সর্বত্র এই টিস্যু পাওয়া যায়।
৯. টিস্যুতে এক রকম কোষ থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ