পাসওয়ার্ড ভুলে গেছি।ফোন রিস্টোরের কারণে মেইলটি হারিয়ে ফেলেছি।কোন নাম্বারে খুলেছিলাম সেটা মনে আছে।ইউজার নেমও মনে আছে।ট্রাই করেছি কিন্তু পারছি না।কোড আসছে কোড দিলেও রিকভার করতে পারছি না.....
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার মেইল দিয়ে গুগলে সার্চ করেন যখন পাসওয়ার্ড চাইবে তার নিচেই দেখবেন লেখা আছে আপনার পাসওয়ার্ডটি ভূলে গেছেন? সেখানে ক্লিক করে যা যা চাইবে দিন মনে হয় পেয়ে যাবেন আপনার পাসওয়ার্ড।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি http://mail.google.com এখানে গিয়ে

ইমেলে লগইনের অপশন পাবেন। সেখানে দেখবেন

ইমেল বা ফোন নাম্বার দিয়ে লগইন অপশন পাবেন

আপনার যেহেতু,ইমেল মনে নেই এজন্য সেখানে

নাম্বার দিয়ে next এ ক্লিক করুন পরবর্তী পেজে পাসওয়ার্ড 

চাইবে, পাসওয়ার্ডের নিচে( Forget passward)  অপশনে

গিয়ে পাসওয়ার্ড রিকোভারি জন্য কিছু স্টেপ পাবেন

সেখানে ফোন নাম্বারে ভেরিফাই কোড যাবার অপশন 

পাবেন। আপনি বলেছেন কোড গেলে ভুল বলে আপনি 

এখন পূনরায় ভেরিফাই কোড পাঠিয়ে কোড সঠিক করে

বসিয়ে দিলেই পাসওয়ার্ড রিকেভারি করতে পারবেন।

যদি এই পদ্ধতি না ব্যবহার করেন ইমেল থাকলে ইমেলে

ভেরিফাই কোড নিতে পারবেন এজন্য ফোন নাম্বারে ভেরিফাই

করার অপশনের নিচে try another way এ গিয়ে ইমেলে

ভেরিফাই কোড নিতে পারবেন। এছাড়া জিমেল খোলার

সঠিক বছর, মাস মনে থাকলে পূনরায় try another way.

গেলে মাস, বছর চাইবে সঠিক দিতে পারলে অ্যাকাউন্ট

রিকোভারি করতে পারবেন। এছাড়া লাস্ট অপশন পাবেন

একটি try another way এ তে গেলে নতুন একটি ইমেল

দিতে বলবে সেই ইমেলে গুগল থেকে আপনার ইমেলের

তথ্য জানতে চাইবে যদি সঠিক দিতে পারেন তাঁহলে 

পাসওয়ার্ড রিকোভারি করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ