আমি ২০১৭ সালে Science থেকে SSC পাশ করে একটা সরকারি কলেজে science এ ভর্তি হয়। কিন্তু আমি এখন আর Science পড়তে চায় না। আগামী বছরে (২০১৮) পুনরায় ১ম বর্ষে মানবিক শাখায় ভর্তি হতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, ১.কিভাবে ভর্তি বাতিল করবো, ২.কখন ভর্তি বাতিল করবো? এবিষয়ে বিস্তারিত জানতে চায়।
শেয়ার করুন বন্ধুর সাথে

যে কোনো সময়ে প্রতিষ্ঠান প্রধান বরাবর আপনার

সমস্যার কথা আবেদন পত্রে উল্লেখ করে ভর্তি

বাতিল করতে পারেন। ভর্তি বাতিল করার জন্য

আবেদন পত্র অভিবাবক কর্তৃক সত্যায়িত করতে

হয়। ভর্তি বাতিল হয়ে গেলে আপনাকে মার্কসিট ফেরত

দিয়ে দিবে যা দ্বারা আপনি ২০১৮ সালে নতুন করে

আবেদন করে ভর্তি হতে পারবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ