আমি বিজ্ঞান বিভাগ থেকে এস এস সি তে জিপিএ-5 পাইছি। কিন্তু গোল্ডেন পায় নি। ইংরেজিতে A গ্রেড পাইছি। এখন আমি ঢাকা ও চট্টগ্রাম জেলার কোন কলেজ গুলোতে চয়েজ দিলে চান্স পাব? আমি কি ভাল মানের কোন কলেজ পাব নাকি মধ্যম মানের কলেজ এ ভর্তি হতে হবে। একটু বিস্তারিত জানাবেন প্লিজ। অনেক টেনশন এ আছি।?
Share with your friends

জিপিএ ফাইভ যথেষ্ট ভালো রেজাল্ট। আপনি অবশ্যই ভালো কলেজে ভর্তি হতে পারবেন। ভালো কলেজে ভর্তির জন্য গোল্ডেন পাওয়া শর্ত নয়। আর তাছাড়া ভালো কলেজের সবাইই জিপিএ ফাইভ পায় না। আপনি যেহেতু জিপিএ ফাইভ পেয়েছেন, তাই অবশ্যই ঢাকা ও চট্টগ্রামসহ যে কোনো ভালো কলেজে চান্স পাবেন। তবে অনেক সময় কোঠা স্বল্পতার কারণে ভালো কলেজে চান্স হয় না। সেটা ভিন্ন কথা। কিন্তু রেজাল্ট হিসেবে আপনি ভালো কলেজে চান্স পাওয়ার যোগ্য। . নিচে আপনার জন্য বোর্ডভিত্তিক ঢাকা ও চট্টগ্রামের সেরা কয়েকটি কলেজের তালিকা দিচ্ছি: ঢাকা বোর্ডের সেরা ১০ কলেজ : ক্রমিক নং কলেজের নাম কলেজের ঠিকানা ১ রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা ঢাকা ২ আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী ৩ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ৪ ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও ঢাকা ৫ ভিকারুননিসা নূন কলেজ রমনা ঢাকা ৬ নটর ডেম কলেজ মতিঝিল ঢাকা ৬ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ডেমরা ঢাকা ৭ মাইলস্টোন কলেজ উত্তরা ঢাকা ৮ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ডেমরা ঢাকা ৯ কিংস কলেজ গুলশান ঢাকা ১০ ক্যামব্রিয়ান কলেজ গুলশান ঢাকা। . চট্টগ্রাম বোর্ডের সেরা ১০ কলেজ : ক্রমিক নং কলেজের নাম কলেজের ঠিকানা ১ ফৌজদারহাট ক্যাডেট কলেজ সীতাকুণ্ড চট্টগ্রাম ২ চট্টগ্রাম কলেজ ৩ সরকারি কমার্স কলেজ ডবলমুরিং চট্টগ্রাম ৪ সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ চট্টগ্রাম ৫ চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পাঁচলাইশ ৬ ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম ৭ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ বায়েজিদ বোস্তামী চট্টগ্রাম ৮ চট্টগ্রাম সরকারি গার্লস কলেজ ৯ কঙ্বাজার সরকারি কলেজ ১০ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বন্দর চট্টগ্রাম।

Talk Doctor Online in Bissoy App

চট্টগ্রাম জেলার হাটহাজারী কলেজ আর সিটি কলেজে দিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App