জনাব শামীম একজন ঠিকাদার ব্যবসায়ী । তিনি প্রকৌশলীর নকশা অনুযায়ী বিল্ডিংয়ের নির্মান কাজ করেন । যথাসময়ের মধ্যে দেখা গেল যে, নির্দিষ্ট তলা বিশিষ্ট বিল্ডিং নির্মান করা হয়েছে । পরবর্তীতে তিনি আরো একটি বিল্ডিং নির্মান করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয় । তাই তিনি নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেন। প্রশ্নঃ ---- গ) উদ্দীপকে উল্লেখিত পরিকল্পনাটি কোন প্রকৃতির? ব্যাখ্যা করুণ। বি.দ্র. ব্যাখ্যা করতে না পারলেও পরিকল্পনাটি কোন প্রকৃতির এটা বলুন। প্লিজ খুব প্রয়োজন।
Share with your friends

উপরের উদ্দিপকে পরিকল্পনাটি একার্থক পরি কল্পনা। যা এক বার ব্যবহার করার পর পরবর্তীতে আর ব্যবহার করা হয়না।

Talk Doctor Online in Bissoy App