আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের নতুন মোবাইল কেনার সামর্থ্য নেই। পুরাতন মোবাইল কম টাকায় কিনার আগ্রহ সবারই থাকে। কিন্তু অনেক আছে পুরাতন মোবাইল কিনার কয়েকদিন পরেই দেখে মোবাইল সমস্যার পরিপূর্ন। মোবাইল কিনার সময় আমাদের অবশ্যাই কিছু জিনিস মাথায় রাখা উচিত। যেনো ক্রয়ের পরে আমরা ঠকে না যাই। তাই আমি আমার এই লেখনিতে যথাসম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করবো যেনো আমরা ভালোভাবে যাচাই করতে পারি। আমার এই ব্লগ পড়ে কেউ উপকৃত হলে আমি স্বার্থক হব।


নিচের কথাগুলো মনে রাখুনঃ- ১. ইন্টারনেটে দেখুন মোবাইল কত সালে বাজারে আসছে। তারপর থেকেই আন্দাজ করতে পারবেন যে, কত সাল থেকে ব্যাবহার হচ্ছে। ২. মোবাইলের বডি দেখুন। কোন স্ক্র্যাচ আছে কিনা ভালোভাবে লক্ষ্য করুন। ৩. তারপর ক্যামেরা দেখুন। সামনে পেছনের ক্যামেরা ভালোভাবে দেখে নিন। ৪. ইউজ করুন অন্তত 1 ঘন্টা। তারপর ব্যাটারির পারফরম্যান্স সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। ৫. ইন্টারনেটের ব্রাউজিং করুন। তাহলে বুঝতে পারবেন নেটওয়ার্কের কোন সমস্যা আছে কিনা। ৬. ডিসপ্লে ভালভাবে দেখুন। দেখবেন কোনো দাগ লক্ষ্য করা যায় কিনা। ৭. সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন মোবাইলটি এক ঘন্টায় ব্যবহার করবেন তখন লক্ষ রাখবেন মোবাইলটা কতটুকু গরম হয়েছে। যদি তুলনামূলকভাবে বেশি গরম হয়ে যায় তাহলে বুঝতে হবে প্রসেসর এর সমস্যা আছ, এই ধরণের ফোন না কেনাই ভালো।


শেয়ার করুন বন্ধুর সাথে