এই কথাটার মানে কি কেও বলবেন প্লিজ। আসলে আমার ২ টা ক্লোজ বন্ধু প্রিথুল আর রোদেলা ।প্রিথুল , রোদেলাকে প্রপোজ করে রদেলা মানা করে। ফলে অদের আগের যে ক্লোজ বন্ধুত্ব ছিলো তা ভেঙ্গে যায় । এবং আস্তে আস্তে আমার সাথে রতোদেলা এক্টা ক্লোজ রিলেশন হয়। যা প্রিথুল এর সহ্য হয় না । বিভিন্ন ব্যাবহারে আমিও অরে থেকে সরে যাই ।গত ২ দিন আগে অয় ফেসবুক এ মেসেজ দিয়া বলে ''হে মামুন, পিচাশ বন্ধি ছিলো সাত দন্ডে, অবহেলায় খুইয়েছ তিন, অবিশ্বাসে খুইয়েছ ২, হাতে একটি তাবিজ নিয়ে তির দন্ড লাগিয়ে বত্ত একে চলে যাও। পিচাশ মাত্র ২ দন্ডে আবদ্ধ আছে'' । এবং আর বলে ''জ্যোৎস্না তে নামিওনা জলে হারিয়ে ফেলবে অমুল্য প্রান নামিয়ে নিবে পদ্মার মনসা'' এই কথা আমাকে এবং রোদেলাকে বলে । এই কথা দুইটার মানে কি????


শেয়ার করুন বন্ধুর সাথে

হয়তো উত্তরটা এরকম হতে পারে ------ "হে মামুন,তুমি আমার ভালো বন্ধু ছিলে,অবহেলায়,অবিশ্বাসে তুমি আমার বন্ধুত্ব হারিয়েছো।এখন শুধু একটি সম্পর্কের উপর দাড়িয়ে আছো।সম্পর্কটা করোনা তুমি তাকে যেভাবে দেখছ সে তা নয়।সম্পর্কটা ভেঙে যাবে।"

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ