আমি একটা মেয়েকে ভালবাসি, মেয়েটা ও ভালোবাসে কিন্ত কয়েক মাস ধরে(৩-৪) ওর আচরণের পরিবর্তন লক্ষ্য করছি। আগের মত কেয়ার করে না,কথা বলে না, SMS দেয় না। কথা কেন বলে না,sms কেন দেয় না এসব জিজ্ঞেস করলে বলে সমস্যা ছিল,সুযোগ পায় নি(ওর নিজস্ব ফোন নেই,ওর মার মোবাইল) এমনকি কিছু দিন আগে কোনো ঝগরা করা ছাড়াই ব্রেক-আপ করতেও চেয়েছিল। (ওর ফ্যামিলি মেনে নিবে না,পরে ও এত কষ্ট সহ্য করতে পারবে না তাই আগেই সরে যাবে এসব বলছিলো) আমি ওকে অনেক ভালবাসি তাই ওকে অনেক রিকুয়েস্ট করে সম্পর্কটা ঠিক রাখি কিন্তু দিন দিন ওর পরিবর্তন ই হচ্ছে। সবসময় আমকে অবহেলা করে যাচ্ছে যার ফলে আমার লেখাপড়া, খাওয়াদাওয়া, ঘুম সবই কমে যাচ্ছে দিন দিন। প্রচন্ড মানসিক চাপে আছি। ও আর করো সাথে সম্পর্ক করবে না জানি কিন্তু এমন কেন করছে? আগে একদিন ও কথা না বলে থাকতে পারত না। আর একটা কথা,ও ওর ক্লোজ ফ্রেন্ডকে বলত যে যদি আমি SSC তে A+ না পাই তাহলে ব্রেক আপ করে দিবে,কিন্ত তখন ওর রেজাল্টই খারাপ হয়ছিল আর আমার রেজাল্ট ওর চাওয়া মতই হইছিল। বর্তমানে আমি ইন্টার সেকেন্ড ইয়ার এ উঠেছি(সাইন্স), সামনে পরীক্ষা দিব, সময় কম, লক্ষ্য বড়। আমার এখন কি করা উচিৎ? ও কি আমকে ভালবাসে? আমি ওকে ছাড়তে পারছি না আর এসব অবহেলা ও মানতে পারছি না।
শেয়ার করুন বন্ধুর সাথে