ইংরেজিতে দক্ষ হতে হলে প্রথমত শব্দভান্ডার বেশি করতে হবে ।আর এ অনুশীলন ছোট থেকেই করা উচিত ।নিচে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর জন্য খুব প্রয়োজনীয় কিছু verb অর্থসহ দিলাম ।তবে এ কয়েকটি মোটেও যথেষ্ঠ নয় ।আশা করি কাজে লাগবে । ১.Choose-পছন্দ করা । ২.Break-ভাঙ্গা । ৩.Begin-আরম্ভ করা । ৪.Become-হওয়া । ৫.Drink-পান করা । ৬.Forget-ভুলে যাওয়া । ৭.Forgive-ক্ষমা করা । ৮.Mistake-ভুল করা । ৯.Partake-অংশ নেওয়া । ১০.Rise-উঠা । ১১.Sing-গান করা । ১২.Do-করা । ১৩.Sink-ডুবে যাওয়া । ১৪.Sit-বসা । ১৫.Slay-হত্যা করা । ১৬.Stand-দাঁড়ানো । ১৭.Strike-আঘাত করা । ১৮.Swim-সাতার কাটা । ১৯.Take-লওয়া । ২০.Tear-ছিড়ে ফেলা । ২১.Throw-নিক্ষেপ করা । ২২.Win-জয়লাভ করা । ২৩.Write-লেখা । ২৪.Arise-জেগে ওঠা । ২৫.Be-হওয়া । ২৬.Ask-জিজ্ঞাসা করা । ২৭.Learn-শেখা । ২৮.Read-পড়া । ২৯.Dig-খনন করা । ৩০.Forget-ভুলে যাওয়া । ৩১.Wear-পরিধান করা । ৩২.Swear-শপথ করা । ৩৩.Steal-চুরি করা । ৩৪.Speak-কথা বলা । ৩৫.Shine-কিরণ দেয়া । ৩৬.Sew-সেলাই করা । ৩৭.Run-দৌড়ানো । ৩৮.Ring-ঘন্টা বাজানো । ৩৯.Hold-ধরা । ৪০.Hide-লুকানো । ৪১.Fight-যুদ্ধ করা । ৪২.Bite-কামড়ানো । ৪৩.Beget-উত্‍পন্ন করা । ৪৪.Beat-প্রহার করা । ৪৫.Abide-বাস করা । ৪৬.Teach-শিক্ষা দেওয়া । ৪৭.Eat-খাওয়া । ৪৮.Make-তৈরি করা । ৪৯.Prepare-প্রস্তুত করা । ৫০.Play-খেলা করা ।

Talk Doctor Online in Bissoy App