৪ বোন ১ ভাই | তার মধ্যে ভাইসহ ৩ বোন তাদের বাবার সম্পত্তির সমান অংশ পেয়েছে | ভাইবোনদের মধ্যে সবার ছোট বোন মায়ের সম্পত্তির পুরো অংশ পেয়েছে | কারন সে মা-বাবাকে অনেক সেবা করে ইসলামে শরীয়তে এটা কী হালাল ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দেখুন ইসলামিক নিয়ম অনুযায়ী বাবা-মার সম্পতি বন্ঠন হয় ১ ভাই যা পাবে ২ বোন তাই পাবে। 

আপনার ছোট বোন মায়ের সম্পত্তি সবটার মালিক কিভাবে হয়েছে তা আপনি উল্লেখ করেন নাই।যদি আপনার মা তাকে রেজেষ্টি দলিল করে দেয় তাহলে অন্য কথা। তাছাড়া ইসলামিক ফারায়েজ / নিয়ম অনুযায়ী বোন একা সব সম্পত্তি পাবার কথা নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইসলামিক শরিয়ত মোতাবেক মায়ের সম্পত্তি সবার মাঝে সমান বন্টিত হয়।আর বাকিটা Mostaq Uddin ভাই উল্লেখ করেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ