আপ‌নে একটু নরমাল ক‌লে‌জে আ‌বেদন করুন, জেলা সরকা‌রি ক‌লে‌জে আপনার সু‌যোগ নাও হ‌তে পা‌রে তাই উপ‌জেলা পর্যা‌য়ে য‌দি সরকা‌রি ক‌লেজ থা‌কে তা‌তে আ‌বেদন করুন বা বেসরকা‌রি ক‌লে‌জে আ‌বেদন করুন। চিন্তা কর‌বে না চান্জ পা‌বেন। কারন প্রথ‌মে সু‌যোগ না পে‌লে প‌রে রি‌লিজ স্লি‌পের মাধ্য‌মে আরও ৫টি ক‌লেজ চ‌য়েজ দি‌তে পার‌বেন তা‌তেও সু‌যোগ না হ‌লে আরও ৫টি চ‌য়েজ দি‌তে পার‌বেন। তাই কোন না কোন ক‌লে‌জে সু‌যোগ পা‌বেন এ নি‌য়ে চিন্তা করার কিছু নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ