Jamiar

Call

আপনি বললেন যে আপনার স্ত্রী প্রেগন্যান্ট হয় কিন্তু তা ধরে রাখতে পারে না । অর্থাৎ বেবি গর্ভে আসার পরেও তা কিছু দিন পর গর্ভসঞ্চার হয়ে যায় আর এর বিশেষ কিছু কারন হলো 

  • গর্ভের প্রথম তিন মাস অস্বাবধানতা বসত মিলন করেল,
  • গর্ভে বা নিচ পেটে কোণ কারনে চাপ পেলে বা ভারি কাজ করলে,
  • গর্ভ থাকাকালিন কোণ মেডিসিন নিলে তার প্রভাবের কারনে হতে পারে,
  • হরমোণের লেভেল বেশি বা কম হলে,
  • গর্ভের পর   যোণি বা জরায়ু সংক্রান্ত সমস্যা হলে 
  • গর্ভপাত হবে এরকম খাবার বা ফলমূল খেলে,

এছাড়াও অন্যান্য কারন বসত আপনার স্ত্রীর গর্ভে থাকা সন্তান অনাকাঙ্খিত ভাবেই গর্ভসঞ্চার হয়ে যেতে পারে।তাই এ ব্যপারে আপনি গাইনি চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা ও পরামর্শ নিন। কিভাবে কোন নিয়মে কখন সহবাস করলে বেবি নিতে পারবেন তা জানতে আমার এই উত্তর টি থেকে দেখে নিন । আসা করি আমার উক্ত নিয়ম গুলো বেবি নিতে সহায়ক হবে এবং বেবি অনাকঙ্খিত গর্ভসঞ্চার না হওয়া থেকে পরিত্রানের কিছু নিয়ম জানতে পারবেন।। আসা করি বুঝতে পারাছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ