Call

জান্নাতিদের মুখে কোনো দাড়ি থাকবে না✔

৭০ জন পুরুষের সমপরিমাণ হুরদের সাথে সহবাস করতে পারবে✔ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

আস-সালামু আলাইকুম। সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। সর্বপ্রথম বলে রাখি - (আমাদের পুনরায় যে জান্নাত দেওয়া হবে সেটির কথা বলা হয়েছে, আদম আঃ এর সময়ের পর আল্লাহ সুবাহানুতা'আলা আরো সাজিয়েছেন ইনশাআল্লাহ।) জান্নাত যেমন হবে তা কোনো চোখ দেখে নি, কোনো কান শুনে নি, কোনো হাত স্পর্শ করে নি, কোনো হৃদয় ভাবে নি। জান্নাত বিষয়ে যেটাই বলি না কেন এর উত্তর সম্পূর্ণ পারফেক্ট হবে না। কারণ জান্নাত আল্লাহ সুবাহানুতা'আলা মুমিনদের জন্য উপহার হিসেবে রেখেছেন। জান্নাত হবে চির-সবুজ, প্রশান্ত, হৃদয় থাকবে যেখানে প্রাণবন্ত, প্রফুল্ল (খুশির যেন নেই মানা!) জান্নাতে আমাদের দেহ নতুন করে তৈরি করা হবে। যেই দেহ দুনিয়ার এই দেহের চাইতে অনেক উন্নত হবে। সেই দেহে কোনো রোগ/ব্যাধি/দুর্বলতা থাকবে না। মোট কথা জান্নাত হবে এমন একটি স্থান যেখানে আপনি কখনো কষ্ট পাবেন না। জান্নাতে যেহেতু কেও দুর্বল হয়না, তাই কারো বিশ্রামের প্রয়োজনও নেই। মানুষ বিশ্রাম নেয় কারণ সে সারাদিনের কাজ শেষে দুর্বল হয়ে পড়ে, জান্নাতে দুর্বলতা না থাকায় ঘুম নিষ্প্রয়োজন বিধায় রাত হওয়াও নিষ্প্রয়োজন। তবে হ্যাঁ, থাকছে ছায়া! গভীর অরণ্যে প্রাণবন্ত বাতাসের মাঝে যেন হৃদয়ের সবটুকু খুশি নিয়ে বিশ্রাম নিচ্ছেন আপনি। ঘুমের থেকেও অনেক অনেক অনেক বেশী প্রশান্তিময়। এতো সুন্দর ছায়া, এতো সুন্দর প্রকৃতি যেন রাতের চাইতেও অসম্ভব রকম ভালো। তবে হ্যাঁ, জান্নাতিদের ইচ্ছা আল্লাহ'আলা অপূর্ণ রাখবেন না, আলহামদুলিল্লাহ। সুতরাং আপনার যদি রাতের ইচ্ছে হয়ই তবে তাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তা'আলা তো মহান প্রভু, তিনি পারেন না এমন কিই বা আছে! (কিছুই নেই!) জান্নাতিদের মুখে দাড়ি থাকবে না, গোঁফও থাকবে না। তারা হবে যেন একেকজন রৌদ্রময়ী। পরনে জামা-কাপড় থাকবে, তাও কল্পনাতীত সুন্দর, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। জান্নাতি হুর এর বিষয়টি কিছুটা অস্পষ্ট। হুররা আপনার বন্ধু হবে (দুনিয়াতে যেমন আপনার প্রিয় বন্ধুরা আছে), এখানে শারীরিক সম্পর্কের কথা চিন্তা করা অবান্তর! জান্নাতে নিজের স্ত্রী (যদি যাওয়ার মর্যাদা লাভ করেন) হবে সব চাইতে সুন্দর। সকল হুরদের থেকেও। হুররা হবে মূলত সেবা প্রদানকারী, যেমন আপনাদের দুরের এক অরণ্য থেকে মজার কিছু এনে দিবে। এক কথায় ভালো বন্ধুর মতো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ