শেয়ার করুন বন্ধুর সাথে

  Sorry! You have failed. 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Details: ভর্তির জন্য টাকা জমা দেয়ার সময়সীমা 30-Jun-2016 11:59 PM তারিখ পর্যন্ত। Track No 4701517608541 Name MD. ARIF ISLAM Father's Name MD. RUHUL AMIN Congratulation! আপনি FREEDOM FIGHTER QUOTA এ সুযোগ পেয়েছেন। Shift Second Shift Institute Dinajpur Polytechnic Institute Department ComputerTechnology ভর্তি ফি জমা দেওয়ার পদ্ধতি: ভর্তি সংক্রান্ত বিভিন্ন ফি বাবদ ১১২৫/-(এক হাজার একশত পঁচিশ টাকা মাত্র) টেলিটক প্রিপেইড মোবাইল হতে 16222 নম্বরে SMS এর মাধ্যমে জমা দিতে হবে। SMS এর মাধ্যমে টাকা জমা দেয়ার ধাপসমুহ: মোবাইলের ম্যাসেজ অপসন হতে DTAD লিখে Space দিয়ে 4701517608541 লিখে 16222 নম্বরে SMS করতে হবে। প্রেরিত SMS এর তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আপনার নাম, ভর্তি ফি, একটি PIN ও প্রাপ্ত ইনষ্টিটিউট-টেকনোলজী জানিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি জানানোর জন্য DTAD লিখে Space দিয়ে YES লিখে Space দিয়ে PIN লিখে Space দিয়ে, নিজের ব্যবহৃত মোবাইল নাম্বার লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে। উদাহরণ: DTADYESYYYYYYZZZZZZZZZZZ এখানে, YYYYYY এর স্থলে PIN এবং ZZZZZZZZZZZ এর স্থলে নিজের ব্যবহৃত মোবাইল নাম্বার লিখতে হবে। উল্লেখ্য যে, এ ক্ষেত্রে টেলিটক প্রিপেইড মোবাইলে নূন্যতম ১১৩৫/- (এক হাজার একশত পয়ত্রিশ) টাকা ব্যালেন্স থাকতে হবে। বি: দ্র: ভর্তির টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দেওয়াসহ আনুষঙ্গিক কার্যক্রম প্রার্থী নিজ দায়িত্বে সম্পন্ন করবে। প্রার্থী এ বিষয়ে কারো সহযোগিতা নিয়ে প্রতারিত হলে কর্তৃপক্ষ এ বিষয়ে দায়ী থাকবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ