Yakub Ali

Call

ইনপুট আউট পুট ও mah ঠিক থাকলে

সমস্যা হয়না, তবে নির্দিষ্ট মোবাইলের চার্জার

ব্যবহার করা উত্তম, সঠিক আউট পুট ইনপুট

ও Output mah মিলানো কঠিন আছে।

এগুলো না মিললে ব্যাটারী ও মোবাইলের

ক্ষতি হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
FarabiFTZ

Call

আপনি যদি এন্ড্যয়েড মোবাইলের চাজার দিয়ে বাটন সোবাইল চাজ দেন মনে হয় সমস্যা হবে না !!! কিন্তু বাটন মোবাইলের চাজার দিয়ে এ্যন্ডয়েড মোবাইল টাজ দিলে অনেক সমস্যা হয়..... যদি কিছু ভুল হয়ে থাকে সুন্দর দৃষ্টিতে মার্জনা করবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AbdulHalim

Call

মোবাইল কিংবা তার ব্যাটারী মোবাইলের সাথে থাকা চার্জারের থেকে অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। মোবাইল চার্জার যেকোন সময় নষ্ট হয়ে যেতে পারে। আর এরকম হলে আমরা বাজার থেকে একটা ননব্র্যান্ড কিংবা অন্য ব্র্যান্ডের চার্জার কিনে আনি। টাকা বাঁচানোর জন্য উক্ত ফোন কোম্পানির অরিজিনাল চার্জার কখনোই কেনা হয় না। আসলে ব্যাপারটা হলো ফোনের সাথে একই কোম্পানির যে চার্জার থাকে সেটাই ব্যাটারীর জন্য সর্বোত্তম। অন্য কোম্পানির চার্জার ব্যাটারী ঠিক ভাবে চার্জ করলেও ফোনের জন্য মারাত্বক ক্ষতির সৃষ্টি করতে পারে।

অন্য কোম্পানির চার্জার ব্যবহার করতে নিষেধ করার পেছনে বিশেষজ্ঞদের মতামত হলো, অন্য কোম্পানির চার্জার আপনার ফোনের ব্যাটারীর সঠিক নিরাপত্তার কথা ভেবে তৈরী করা হয়নি যেটা একই কোম্পানির চার্জারে করা হয়েছে। তারমানে অন্য চার্জার দিয়ে চার্জ করার সময় ফোন অতিরিক্ত গরম হতে পারে, আগুন লাগতে পারে এবং সর্বপরি ব্যাটারীর কর্মদক্ষতা কমিয়ে দিতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যেকোন চার্জার দিয়ে চার্জ দিলে সেটে চার্জ ফুল হতে অনেক সময় নিবে কিন্তু শেষ হয়ে যাবে অল্প সময়ে। সেট স্লো হয়ে যায় । তাই সবসময় সেটের অরজিনাল চার্জার, ব্যাটারি ব্যবহার করা ভালো ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ