আমার কাছে ৩ লাখ ৫০ হাজার টাকা আছে আমার ইচ্ছে আমি ঔষধের ব্যবসা করবো মানে ফার্মেসি দিতে চাচ্ছি খুচরা ঔষধ বিক্রি করার যন্য,,,,But আমার বয়স ১৮ বছর আর শিক্ষাগত যগ্যতা মাত্র ৫ম শ্রেণী প্রযন্ত,,,,,আমি কি উপায়ে ফার্মেসি ব্যবসা করতে পারবো?আমাকে কোথায় যেতে হবে?কার হেল্প নিতে পারি?কোথায় ট্রেনিং নিতে পারবো?
Share with your friends
Call

আপনি আপনার রিলেটিভ কোনো ঔষধ ফার্মেসীওলার সাথে যোগাযোগ করুন।

Talk Doctor Online in Bissoy App
ইচ্ছা করলেই যে কেউ ফার্মেসি ব্যবসা শুরু করতে পারবে না। একটা দোকানে কিছু ওষুধ নিয়ে বসে পড়া বেশ সহজ, কিন্তু প্রক্রিয়াটা অবৈধ। এ জন্য আপনাকে অবশ্যই ব্যবসার অন্যান্য আনুসাঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্রের সাথে আরো অতিরিক্ত করতে হবে ফার্মাসিস্টের ট্রেনিং এবং ড্রাগ লাইসেন্স। ওষুধ তিনিই বিক্রি করতে পারবে যার ফার্মাসিস্ট ট্রেনিং আছে এবং যিনি ড্রাগ লাইসেন্স পেয়েছেন। ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধের ব্যবসা সম্পূর্ণ অবৈধ এবং আইনগতভাবে এটি একটি দন্ডনীয় অপরাধ।
আর ওষুধ ব্যবসার জন্যে অতি প্রয়োজনীয় এই ড্রাগ লাইসেন্সটি ইস্যু করে বাংলাদেশ সরকারের 'ওষুধ প্রশাসন অধিদফতর'। 
এবং উক্ত ড্রাগ লাইসেন্সটি অর্জন করতে হলে 'বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল' থেকে আপনাকে ছয় মাসের একটি ফার্মাসিষ্ট ট্রেনিং কোর্স সম্পন্ন করতে হবে।
ড্রাগ লাইসেন্সের জন্যে আবেদন করতে যা প্রয়োজনঃ
১। ট্রেড লাইসেন্স
২। টি.আই.এন সনদপত্রের ফটোকপি
৩। পাসপোর্ট সাইজের ছবি 
৪। ব্যাংক একাউন্ট এবং ব্যাংক সচ্ছলতার সনদপত্র
৫। দোকান ভাড়ার রসিদ/চুক্তিপত্র
(নিজস্ব দোকানের ক্ষেত্রে দলিলের সত্যায়িত ফটোকপি)
৬। ফার্মাসিস্ট ট্রেনিয়ের সনদপত্রের ফটোকপি
৭। নাগরিকত্বের সনদপত্র/ভোটার আই.ডি কার্ডের ফটোকপি
৮। ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র [ফরম নম্বর-৭] (যথাযথ ভাবে পূরণকৃত)
যোগাযোগের ঠিকানাঃ
বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতর
১০৫-১০৬ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
http://www.dgda.gov.bd



ফার্মাসিস্ট কোর্সের বিবরণ

১. কোর্সের মেয়াদ দুই মাস।

২. শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস.এস.সি (বিজ্ঞান বিভাগ অগ্রাধীকার)।

৩. পরীক্ষার ফি ১,০০০ টাকা।

৪. বই ও রেজিষ্ট্রেশন ফি ২০০ টাকা (প্রতি ৫ বৎসর অন্তর ২৫০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন নবায়ন করতে হয়)

৫. পরীক্ষার সময় ৩.০০ ঘন্টা।

৬. পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেয়া হয়।

৭. বই মাত্র একটি।

৮. পরীক্ষার নম্বর ২০০।

৯. পাসের জন্য প্রয়োজন ৫০% নম্বর।

 

যোগাযোগ:

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল,

রাহাত টাওয়ার (৫ম তলা), ১৪, লিঙ্ক রোড,

পশ্চিম বাংলামোটর।

ফোন: ০২-৮৬২৯৭৪১

 

বাংলাদেশ ওষুধ শিল্প প্রশাসন,

১০৫-১০৬, মতিঝিল বাণিজ্যিক এলাকা,

ঢাকা – ১০০০।

ফোন: ৮৮০-২-৯৫৫৬১২৬, ৯৫৫৩৪৫৬;

ই-মেইল: [email protected]

ওয়েব: www.ddabd.org

Talk Doctor Online in Bissoy App