মোট টাকা থেকে কিছু টাকা নিয়ে বাকিটা রেখে যাওয়া, এটা অবশ্যই কাছের কোন ব্যাক্তির কাজ। হ্যা, হতে পারে সেটা আপনার ভাই। তবে সেটা তাকে ডিরেক্টলি চোর অপবাদ দিয়ে বলা উচিত হবেনা। আপনি আগে চিন্তা করে দেখেন, যেখানে টাকাগুলা রেখেছিলেন সেখান থেকে আর কে কে টাকা নিতে পারে। আপনার ভাই কি আগেও এমন কোন কাজ করেছিলো? ভাইকে একা কোন জায়গায় নিয়ে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন যে, এগুলো আপনার কষ্টের টাকা। হয়তো তিনি স্বীকার করতেও পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

তাকে গোপনে নিয়ে বু্ঝিয়ে বলুন ।। প্রয়োজন হলে হাত জোড় করুন, বলুন যে এই টাকা গুলো আমার অনেক কষ্টের সম্পদ দয়া করে দিয়ে দাও তোমার যদি খুব প্রয়োজন হয় তবে আমার থেকে ধার নিতে পারো পরে দিয়ে দিও... এতে ও যদি না দেয় তবে পরিবারের কর্তা (বাবা অথবা মা) কে বিষয়টা জানান.... যদি কোন কাজ না হয় তবে চেপে যান, চুর হলেও সে তো বড় ভাই সম্মান হানির একটা ব্যাপার চলে আসে.. সেই সাথে টাকা সব সময় নিরাপদ স্থানে গচ্ছিত রাখার চেষ্টা করুন..

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ