আমি সঠিক উত্তর দেয়ার পরেও অনেকে আমার বিরুদ্ধে সতর্কতা ও মন্তব্য করে কেন?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

http://ans.bissoy.com/259082/ এখানে সঠিক উত্তর থাকা সত্যেও আপনি আবার উত্তর প্রদান করেছেন , তাই আপনাকে সতর্ক করা হয়েছে । কোন উত্তরে সতর্কতা পেলে সেটা মুছে ফেলবেন । অথবা আপনার কাছে যদি মনে হয় কেউ উদ্দেশ্য প্রণোদিত বা অযৈক্তিক ভাবে সতর্ক করেছে তাহলে উত্তরের লিঙ্ক সহ বিস্ময় প্রশাসকদের জানান । তারা ব্যবস্থা নিবে । কিছু জিনিস ্মনে রাখুনঃ ১. সঠিক উত্তর থাকলে সেখানে আর উত্তর দেয়ার দরকার নেই। ২. পরামর্শমূলক প্রশ্নে ৫+ উত্তর থাকলে যুক্তিযুক্ত/মান্সম্মত উত্তর না থাকলে গুগোল থেকে কপি করে উত্তর না দেয়াই ভালো । ৩. মান্সম্মত উত্তর দিবেন তাহলে কেউ সতর্ক করবে না । ৪. সবার আগে উত্তর দেয়ার চেষ্টা করবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

http://ans.bissoy.com/259034/ এখানে আপনি যে উত্তর দিয়েছেন সেটা কোন তথ্যবহুল গঠনমুলক উত্তর না। যেকোন বিভ্রান্তিকর উত্তরে সমাধানতো হবেই না সমস্যা আরো বেড়ে যেতে পারে তাই উত্তর দেয়ার আগে ভেবে দেখুন যে, বিষয়টাতে আপনার যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা আছে কি না। মনে রাখবেন পৃথিবীর সবথেকে কঠিন কাজ মানুষকে স্বঠিক পরামর্ষ দেওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ