জনাব মামুনের ব্যবসায়ের হিসাব বই হতে ২০১৪ সালের ৩১ মার্চতারিখে খতিয়ান উদ্বৃত্তসমূহ ছিল - নগদান হিসাব ১,১৯,০০০ ; মূলধন হিসাব ১,০০,০০০ ; বিক্রয় হিসাব ৬০,০০০ ; দেনাদার হিসাব ৯,০০০ ; ক্রয় হিসাব ২০,০০০ ; বেতন খরচ হিসাব ৩,০০০ ; বাড়ী ভাড়া খরচ হিসাব ৭,০০০ ; মজুরী খরচ হিসাব ২,০০০ ৷ উপরোক্ত তথ্যের আলোকে ৩১ মার্চ তারিখের রেওয়ামিল প্রস্তূত করোন ?
শেয়ার করুন বন্ধুর সাথে
AbdulHalim

Call

রেওয়ামিলের ডেবিট দিকে বসবে, নগদান হিসাব 119000 দেনাদার হিসাব 9000 ক্রয় হিসাব 20000 বেতন হিসাব 3000 বাড়ী ভাড়া হিসাব 7000 মজুরি হিসাব 2000 মোট হয় 160000 টাকা৤ ক্রেডিট দিকে হবে মূলধন হিসাব 100000 বিক্রয় হিসাব 60000 মোট হয় 160000 টাকা৤

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ