যে কোন গাছে কলম করার উপযুক্ত সময় কখন?

1. যেমন মাটি দ্বারা কলম করার উপযুক্ত সময় কখন?

2. এবং মাটি ছাড়া যত রকম কলম রয়েছে, যেমন এক গাছের বাকল আর এক গাছে জোড়া লাগানো, অথবা এক গাছের ডাল আর এক গাছে এনে জোড়া লাগানো, এই সকল গ্রাফটিং আমরা যাই বলি না কেন, এই সকল জোড়া লাগানো কলম করার উপযুক্ত সময় কখন?


Share with your friends
Unknown

Call

আমাদের দেশে কুঁড়ি সংযোজন বা কলম করার উপযুক্ত সময় হচ্ছে "অগ্রহায়ণের প্রথম সপ্তাহ থেকে মাঘের প্রথম সপ্তাহ পর্যন্ত"

এছাড়া বর্ষার সময়ও কলম করা যায়

 

Talk Doctor Online in Bissoy App
Call

একেক উদ্ভিদের একেক সময় কলমের উপযুক্ত সময়।

সাধারণত কলম বছরের যেকোন সময়ই করা যায়। তবে বর্ষার শেষ দিকে অর্থাৎ শ্রাবণ-ভাদ্র মাসে এ ধরনের কলম করার উপযুক্ত সময়। কেননা এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে যা কলম জোড়া লাগার জন্য সহায়ক।

Talk Doctor Online in Bissoy App