আবৃত্ত দশমিক বা পৌনঃপুনিকের যোগ বা বিয়োগের সময় হাতে থাকলে তা যোগ বা বিয়োগ করতে হয়।। মূলত আবৃত্ত দশমিক বা পৌনঃপুনিকের যোগ বা বিয়োগের স্বার্থকতার জন্য হাতে থাকা অংক গুলু যোগ বা বিয়োগ করতে হয়।।।। যদি আবৃত্ত দশমিক অংশের বা পৌনঃপূনিকের সর্ব ডানের অংশ বা হাতে রাখা অংশ যোগ বা বিয়গ করা হয় তাহলেই কেবল পৌনঃপূনিকের প্রকৃত যোগফল বা বিয়গ ফল পাওয়া যাবে।। যদি তা না করা হয় তাহলে পৌনঃপূনিকের প্রকৃত ফলাফ্ল পাওয়াযাবে না।।।। উদাহরণস্বরূপ: 3.'89',2.1'78',5.89'798'(পৌনঃপূনিকতা বুঝাতে ' চিহ্ন টি ব্যবহার করা হয়েছে)এই তিনটি আবৃত্ত দশমিক সংখ্যা যদি সর্বডানের অংক যোগ না করা হয় তাহলে যোগ ফল হয় =11.97576574 যা প্রকৃত যোগ ফল না ।।।। তবে যদি সর্ব ডানের অংক বা হাতে রাখা অংক যোগ করা হয় তাহলে যোগ ফল হবে =11.97576576 যা প্রকৃত যোগফল(ক্যালকুলেটর ব্যবহার করে) বিয়োগের ক্ষেত্রে একই ভাবে।।।। তাই পৌনঃপূনিকের যোগ বা বিয়োগের সময় হাতে থাকলে তা যোগ বা বিয়গ করতে হয়।।।।। আশা করি যুক্তি যুক্ত উত্তর পেয়েছেন।।।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ