আমার আজকে এইস এস সিতে বাংলা ১ম পত্র পরীক্ষা গেছে... অবজেকটিভ অনেক কঠিন হয়েছে... এখন প্রশ্ন হল Subjective-Objective মিলে কি ৩৩ পেলে পাশ?? নাকি আলাদা আলাদা পাশ করতে হবে ২ তাঁতে... আমি শুনছি HSCC te মোট ৩৩ পেলে পাশ..কথা Ta কি ঠিক??
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

দুটি বিষয় মিলে পাস/ফেল/গ্রেড নির্ধারিত হয়।

দুটি বিষয়ে মোট নৈব্যত্তিক নম্বরের

 ৩৩% নৈব্যত্তিক নম্বর পেলেই নৈব্যত্তিকে  পাস

বলে বিবেচিত। 

যেহেতু ২য় পত্রে নৈব্যত্তিক নেই তাই ১ম পত্রের

নৈব্যত্তিক নম্বরই হলো মোট নৈব্যত্তিক নম্বর। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনাকে লেখিত এবং mcq এ আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। mcq এ ১০ এবং লেখিতোতে ২৩ পেলে পাশ বলে গন্য হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ