রাতে গাছ থেকে ফল পাড়লে কোনো সমস্যা নেই। গ্রামে অনেক ধরনের কুসংস্কার চালু আছে। রাতে গাছের ফল পাড়া যাবে না— এটাও কুসংস্কার। অনেকের ধারণা, রাতে গাছ জীবিত হয়ে যায়। তখন ফল পাড়লে গাছে ব্যথা পায়, তাই ফল পাড়তে নেই। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। গাছের যে ধরনের প্রাণ আছে, সেটা সবসময়ই আছে। রাতে এর ব্যতিক্রম হয় না। এর সঙ্গে ফল পাড়ার কোনোই সম্পর্ক নেই। তাই রাতেও গাছের ফল পাড়তে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ