আমার গার্লফ্রেন্ড|আমাকে খুবই ভালবাসে|আমি জানি সে আমাকে ছেরে কখনো যাবে না| কিন্তু সে আমার সাথে খুব বেশি খুশি না|সে কখনো বলে না যে সে খুশি না|কিন্তু তার সাথে কথা বললে সবটা বোঝা যায়| এখন আমি কী করব,কিছুই বুজতে পারছিনা,কেউ হেল্প করেন একটু|
শেয়ার করুন বন্ধুর সাথে
GoingMosiur

Call

আপনার প্রেমিকা কে মজার মজার কথা বলতে পারেন, তার প্রশংসা করতে পারেন, আপনার কন্ঠে গান শুনাতে পারেন যাতে আপনার প্রেমিকা খুশি হবে, তাছাড়া আদর করে তাকে ডাকতে পারের এতে অনেক খুশী হবে।তার পছন্দের জিনিসের নাম কি? এগুলো জানতে চাইবেন।জানার পর আপনার ও সেগুলো খুব পছন্দ জানাবেন।মজার মজার হাসির কথা বলবেন।যাতে সেগুলো তার বার বার মনে পড়ে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তার সামনে তার বেশি বেশি প্রশংসা করবেন।

তাতে সে অনেক খুশি হবেন।

কারন মেয়েরা তাদের ভালোবাসার মানুষটির কাছে তাদের বেশী বেশী প্রশংসা আসা করে থাকেন। 

যেমন ঃ তুমি অনেক সুন্দর

তোমাকে অনেক সুন্দর লাগছে।

তোমাকে হেব্বি লাগছে। ইত্যাদি ইত্যাদি 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

*.আপনার প্রিয় মানুষটির ছোট ছোট ভালো লাগার বিষয়গুলো খেয়াল রাখুন। যেমনঃ কি খেতে পছন্দ করে, কোথায় যেতে পছন্দ করে, কি গান শুনতে পছন্দ করে, ইত্যাদি।*.কথা বলার সময় সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এতে আপনার সম্পর্কে তার বিরুপ ধারণা হবে না।*.সবসময় প্রশংসা করবেন, কারণ সব মেয়েরায় চায় কেউতার প্রশংসা করুক। প্রশংসা করবেন, আজ তাকে কেমন লাগছে, কোন কাপড়টাইতাকে ভালো লাগছে ইত্যাদি।*.সবসময় নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন। অনেক ছেলেরা আছে যারা মেয়েদের সামনে গেলে, তাদের সাথে কথা বললে ঘেমে ঝোল হয়ে যায়, মেয়েরা এটা মোটেও পছন্দ করে না, আপনাকে ভিতু ভাবতে পারে।*.বাচনভঙ্গি ঠিক রেখে পরিমার্জিত ভাবে গুছিয়েকথা বলার চেষ্টা করবেন।*.অনেক ছেলেরা স্মোকিং করাটাকে স্টাইল মনে করে,ভাবে যে এটা মেয়েদের পছন্দের। কিন্তু এটা ভুল, মেয়েরা মোটেও স্মোকারদের পছন্দ করেন না।*.শার্টের উপরের বোতাম দুইটা বন্ধ রাখবেন। বুকের লোম দেখানোর স্টাইল\সেকালের নায়কেরাকরত।*.যদি কোন সেলেব্রিটিকে ফলো করতে চান, তাহলে বলব “তাহসান” ভাইকে ফলো করতেপারেন। রোমান্টিক মুভি(শাহরুখ ভাইয়ের মুভিগুলো), নাটক (তাহসান ভাইয়ের নাটকগুলো) দেখুন ভিতরে রোমান্টিকতা আসবে। সব মেয়েরাই চায় তার প্রিয় মানুষটি একটু রোমান্টিক হোক, একটু দুষ্ট হোক, একটু কেয়ারফুল হোক।*.কথার মাঝখানে কখনো রোমান্টিক ডায়লগ দিবেন, একসাথে হাতে হাত রেখে চলবেন, সূর্যাস্ত দেখবেন, একটি কোল্ড ড্রিঙ্কস দুইজনে শেয়ার করবেন ইত্যাদি। ক্যানডেল লাইট ডিনার টা অনেক মেয়েদেরপছন্দের।*.অনেক মেয়ে আছে যারা গিফটপছন্দ করে, তবে মেয়েদের জন্য সবচেয়ে বড় গিফট হল, বেস্ততার মাঝে আপনি তাকে কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু তার কেয়ার করছেন।*.একটি মেয়ে সবসময় চায় তারপ্রিয় মানুষটি তাকে সময় দিক, তার পাশে থাকুক।*.মাঝে মাঝে কিছু রোমান্টিক মুহূর্ত তাকেগিফট দিন, যেমন বৃষ্টি ভেজা দিন, জোছনার রাত, শেষ ক্লান্ত বিকেলের সূর্যাস্ত । ডায়লগ হতে পারে এমন রোমান্টিক মুহূর্তে/দিনে তোমাকে মিস করছি ভীষণ।*.পরিশেষে একটা কথায় বলব আপনার ভালোবাসার মানুষটিকে বুঝতে শিখুন, তার যেটা অপছন্দ সেটি করা থেকে বিরত থাকুন, এর মোস্ট ইম্পরট্যান্টলি তাকে সময় দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ