Unknown

Call

নাহ।

HIV ভাইরাসের কোনো সুপ্তকাল নেই, তবে কোনো লক্ষণ প্রকাশ না করে ১০ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। 

সুপ্তকাল এবং লক্ষণ প্রকাশ না করা এ দুয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।

আক্রান্ত হওয়ার পর থেকেই HIV বিভাজিত হতে থাকে, প্রাথমিকভাবে শরীরে তৈরি এন্টিবডি এর মোকাবেলা করতে থাকে -এর ফলেই প্রথম দিকে কোনো লক্ষণ দেখা যায়না। 

HIV টেস্টে উল্লিখিত এন্টিবডির উপস্থিতি পাওয়া গেলেই HIV পজিটিভ ধরা হয়।

কিছু টেস্ট আক্রান্ত হবার পরপরই সঠিক ফলাফল দিতে পারে, WHO কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে প্রচলিত সব ধরণের টেস্ট আক্রান্ত হওয়ার ৮৪ দিন পর নিশ্চিত ফলাফল দেখাতে পারে।

আপনার ৩ বছর পর করা টেস্টে HIV টেস্ট রেজাল্ট ভুল আসা অসম্ভব। প্রথম টেস্টের পরে তাদের কেউ যদি নতুন করে আক্রান্ত না হয়ে থাকে তাহলে এখনও রেজাল্ট নেগেটিভ আসবে।

দুশ্চিন্তার কোনো কারণ নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ