শয়তান সার্বক্ষণিক আমাদের খারাপ পথে চলার কুমন্ত্রণা দেয় । তাস খেলার সময় এমনও হতে পারে যে আপনি নিছক খামখেয়ালী করে দশ টাকা বাজি ধরলেন । যদি জিতে যান তবে আপনার মনে চাইতেই পারে যে আবার একটু বেশি পরিমানে ধরি । আপনি নিজে হয়তো তখন নিজেকে বুঝাবেন যে এইতো এইবারই শেষ ,পরে আর ধরবেন না ,এটা আসলে শয়তানের কুমন্ত্রণা ।কিন্ত পরে দেখা যায় ভিন্নরূপ , যদি আপনি অল্প টাকা জিতে যান তবে আপনার মনে লোভ জাগতেই পারে , আর এতেই হয় সর্বনাশ । যার ফলে এই লোভের কবল থেকে আর বেরিয়ে আসা যায়না । সাময়িক লাভবান হলেও বেশিরভাগ ক্ষেত্রে যা ডেকে আনে দূর্যোগ । আর অন্য খেলার মধ্যে যে জুয়া খেলা হয় তা মূলত তাস থেকেই উত্‍পন্ন হয়েছে । যেহেতু মুরব্বীরা কারো খারাপ চান না , তাই তাস খেলাকে তারা কুদৃষ্টিতে দেখেন ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AsmSayem

Call

ইসলামে সেই সকল খেলা হারাম যেখানে কোন শারীরিক পরিশ্রম হয়না।তাই কাড খেলা হারাম। তানভির ভাইয়ের উওরটা আংশিক ঠিক আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ