৫ বছর বয়সে একটা একসিডেস্টে আমার মুখের কিছু অংশ কেটে যায় এবং সেখানে কাটা দাগ থেকে যায়। আমার বর্তমান বয়স ২১। কিছুদিন আগে এই কাটা দাগের জন্য ডাক্তারের শরনাপন্ন হলে, ডাক্তার আমাকে মেলাট্রিন ক্রিম ব্যবহার করতে বলে। আমর প্রশ্ন হলো: মেলাট্রিন ক্রিম ব্যাবহার করলে কি কাটা দাগ পুরোপুরি ভাবে দূর হবে??


শেয়ার করুন বন্ধুর সাথে

আস্তে আস্তে দাগটা হালকা হবে

তবে কারো ক্ষেত্রে সম্পূর্ণ যায় না কিছুটা কমে

আপনি এটা ব্যাবহার করেন ১০০% না গেলেও ৬০% যাবে।

পানি বেশী খাবেন

রোদে কম যাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ