যেসব বিশ্ববিদ্যালয়ে ভরতি পরিক্ষা এক বার নেওয়া হয়, আপনি যদি একবার অইসব বিশ্ববিদ্যালয়ে এইচ এস সি পাশ করে এক্সাম দেন তাহলে আর পরবর্তী তে ইম্প্রুভ দিয়ে এডমিশন টেষ্ট দিতে পারবেন না। তবে ইম্প্রুভ ছাডা যদি আপনার এক্সাম দেওয়ার মতো নির্দিষ্ট জি পি এ না থাকে সে ক্ষেত্রে পরবর্তী বছর বিশ্ববিদ্যালয় যদি সুযোগ দেয় এক্সাম দেওয়ার তাহলে আপনি এক্সাম দিতে পারবেন। এস এস সি + এইচ এস সি মিলিয়ে জি পি এ ৮ পেলেই মোটামুটি আপনি দেশের সব বিশ্ববিদ্যালয় এ এডমিশন টেষ্ট দিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App