Call

image ছবিটা লক্ষ করুণ :- h এ ক্লিক করার পর h টা View  হচ্ছে। এই অপশন ডিজেবল করে দিলে এই h  এইভাবে ভিউ হবে না। মনে করেন আপনি কোন পাবলিক প্লেইসে আপনার পাসওয়ার্ড টাইপ করছেন তাহলে যেকেউ আপনার ফোনের দিকে তাকালেই বুঝতে পারবে খুব সহজেই আপনি কোথায় কোথাই টাইপ করতেছেন। কিন্তু আপনি যদি এই অপশনটা ডিজেবল করে দেন তাহলে কেউ বুঝবে না আপনি কি টাইপ করতেছেন। মানে কোন অক্ষরে ক্লিক করলে সেটা ভিউ হবে না।

Talk Doctor Online in Bissoy App
Call
ⓢⓗⓞⓦ ⓟⓞⓟ-ⓤⓟ ⓚⓔⓨⓑⓞⓐⓡⓓ
Show pop-up in keyboard
এটা সব keyboard এর মধ্যে দেখা যায় না।
এটার কাজ হল যে keyboard এর মধ্যে এক সাথে সব অক্ষর গুলি প্রদর্শিত করা। আমরা কখনো দেখি যে এক সাথে keyboard এ সব অক্ষর গুলি প্রদর্শিত হয় না । তা আমরা⇧ (Shift key) press করে সেই অক্ষর গুলি দেখতে পাই।সেই লুক্কায়িত অক্ষর গুলি এক সাথে দেখার জন্য show pop-up service on করে থাকলে তা আমরা একই সাথে দেখতে পারি এবং এই অক্ষর গুলি ছোটো করে ভিতরে দেখা যায়।এই ভিতরে প্রদর্শিত অক্ষর গুলি কে লিখতে আমাদের কখনো long press কখনো double press করে লিখতে হয়।বিশদ জানতে আমার ফেসবুক পেজ ৭৭৯৭৯৫৫৩৯৯ এ প্রশ্ন করুন।
Talk Doctor Online in Bissoy App