dhakabappy

Call

বিষয়টা অনেকটা একুরিয়াম এ মাছ পালনের মত। তবে আমাদের মধ্যে একুরিয়ামে মাছ পালনেই কিছু ভুল আছে। আমরা মাসে 1/2 বার পনি পাল্টাই । যা একটা বড় ভুল। পানি কখনই 100% পাল্টান যাবে না।  একুরিয়ামে এক প্রকার ব্যকটেরিয়া জন্মায় যা পানি থেকে এমোনিয়া ফিল্টর করে না্ইট্রজেন তৈরী করে । পানি 100% পরিবর্তন মানে ঐ ব্যাকটেরিয়া হারান। আপনাকে যা করতে হবে  1: ট্যাংক এর পানি টেনে নিয়ে পাথর ও ফোমের মাধ্যমে ফিল্টার করে । 2: এটা বায়ও ফিন্টার ( য়া ঐ ব্যাকটেরিয়ার নিরাপদ আস্রয় একটা ট্যাক যাকে কিছু ভাসমান প্লাস্টিক থাকবে) হয়ে আবার ট্যাক এ পানি ফিরে আসবে। 3: পানিতে নাইট্রজেন এর মাত্রা নজর রাখা প্রতিদিন। পানিতে নাইট্রজেন বারলে php বারবে php মাপার জন্য কিট পাওয়া যায়। সোনা কথা কোথায় জানি না।  4: php 7.7 বা তার বেশি হলি পানি পাল্টান। 20%-30% কোন ভাবেই 50% না । 5: পানিতে নিয়মিত বুদবুদ তৈরী করা । এয়ার পাম্প এর সাহাজ্যে । 6: মাছ প্রচুর খাবে খাবার পরিমিত হতে হবে । বেশি খেলে মাছ মারা যাবে। ------------ আপনি 5/6 বা তারও বেশি চৌবাচ্চা ব্যাবহার করতে পারেন 1,2,3....... একটারসাথে একটা ধারাবহিক ভাবে কানেক্ট থাকবে । 1 নং এ ফিল্টার করা পানি পরবে এবং শেষটা থেকে পানি নিয়ে ফিল্টার করবেন। প্রথম 45 দিন খুব কাটান কঠিন । কারন ঐ সময় আপনার বায়ও ফিন্টার নাই। মানে ব্যাকটেরিয়া নাই। সুতরাং এই সময় 1টা চৌবাচ্চায় অল্প মাছ রাখবেন যতটুকু রিক্স নিতে চান। তার পর সব চ্ৌবাচ্চয় মাছ ছারুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ