আমি আমার এক বন্ধুর কথা শুনে একটি টেবলেট ৫ পাতা করে ২ মাস যাবত পেইরাকট্রিন এবং ডেক্সামেথাসন নামক দুটি টেবলেট খেয়েছিলাম। তারপর এই টেবলেট এর পার্শ প্রতিক্রিয়া সম্পর্কে জানার পর আমি খাওয়া ছেরে দেই।এখন আমার রুচি মোটামোটি আছে। কিন্তু খাওয়ার পর পর বমি বমি ভাব হয় মাঝে মাঝে বমিও হয়। এম বি বি এস ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে গ্যাস্ট্রিক এর সমস্যা। max pro 20. omidon 10. vargon. এই টেবলেট গুলো দিসে এই গুলো খেলে কিছু দিন ভাল থাকি। ছেরে দিলে আবার ঐ সমস্যাটা দেখা দেয়। গত চার মাস যাবত এই সমস্যার মধ্যে আছি ভাই। প্লিজ ভাই দয়া করে বলবেন আমি কি করলে ঐ সমস্যার থেকে চিরমুক্ত হতে পারব।
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

ম্যাক্সপ্রো, ভারগন, অমিডন চালিয়ে যেতে

হবে, বিরতিহীন ভাবে তিনমাস সাথে সিরাপ

সিনকারা সহ।

সমস্যা তো নিজেই তৈরি করেছেন ডেকাসন

আর পেরিকটন খেয়ে।


ঔষধ ছাড়ার সময় মাত্রা কমিয়ে কমিয়ে

ছাড়তে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ