আগে আমার প্রশ্ন এবং উত্তরগুলো অনুমোদন দেওয়া হতো কিন্তু এখন আমার একটা প্রশ্ন কিংবা উত্তরের ও অনুমোদন দেওয়া হয়না কেনো?
শেয়ার করুন বন্ধুর সাথে
Indro paul

Call

দুঃখিত এই মুহুর্তে আপনার কোনো প্রশ্ন বা উত্তর অনুমোদনের অপেক্ষমান নেই। আর তাছাড়া আপনার প্রশ্ন বা উত্তরটি সঠিক কি না তা যাচাই বাচাই করার জন্য একটু সময় লাগে।যে কারনে অনুমোদন পেতে একটু সময় লাগতে পারে। এছাড়াও আপনার পয়েন্ট ১০০ এর উর্ধে পৌছালে আপনার প্রশ্ন বা উত্তরগুলো কিছু বিভাগ ব্যতীত সরাসরি অনুমোদন পাবে। তাই একটু ধৈর্য করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাইয়া অনেক সময় প্রশ্ন অনেক জমে যায়।আপনার আগে যারা প্রশ্ন করেছে আগের তাদের প্রশ্ন অনুমোদন পাবে।আপনি ধৈর্য ধরুন।নির্ভুল ও মানসম্মত প্রশ্ন করলে অবশ্যই আপনার প্রশ্ন অনুমোদন পাবে।তাছাড়া পয়েন্ট ১০০ এর নীচে হলে প্রশ্ন অনুমোদন পেতে একটু দেরী হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

এমনটা শুধু আপনার ক্ষেত্রেই হচ্ছে না কম আর 

বেশি সবার ক্ষেত্রেই হয়।হতাশ হওয়ার কিছু নেই।

যুক্তিসংগত, যুক্তিযুক্ত ও যথোপযুক্ত প্রশ্ন করুন।

কোনো সদস্য একটি প্রশ্ন করলে তাঁর উক্ত প্রশ্নটি 

বিস্ময়ের নীতিমালার নিয়মানুযায়ী 

গ্রাহ্য কিনা সেটা বিস্ময়ের প্রশাসনগণ অভীক্ষণ করে 

তারপর যথোপযুক্ত হলে অনুমোদন দেওয়া হয়।

আর অনুপযোগী হলে অননুমোদন করা হয়।

এছাড়াও বিস্ময়ের সকল প্রশাসন সবসময় অ্যাক্টিভ

থাকেনা যার কারণেও অনুমোদন পেতে একটু সময় লাগে।


ঠিক উত্তরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম না,একই নিয়ম।

কোনো উত্তরদাতা কোনো প্রশ্নে উত্তর প্রদান করলে তাঁর

দেওয়া উক্ত উত্তরটি মানসম্মত, যথোপযুক্ত ও তথ্যবহুল কিনা

সেটা প্রশাসনগণ পরিদর্শন করে তারপর উপযুক্ত হলে

অনুমোদন দেওয়া হয়।


তবে হ্যাঁ,বিস্ময়ের সমস্ত কার্যক্রমের

মধ্যে বেশিরভাগেই অনুমোদন দেওয়া হয়, খুব অল্প 

পরিমাণ কার্যক্রমেই প্রত্যাখ্যান করা হয়।


আপনার পয়েন্ট ১০০+ এর অধিক হলে আরো 

অতিরিক্ত কিছু সুবিধা পাবেন।

যেমনঃ আপনার প্রশ্ন,উত্তর ও মন্তব্যগুলো বেশিরভাগেই

সরাসরি অনুমোদন পাবে।


আপনার কোনো উত্তর ও প্রশ্ন মানসম্মত হওয়া

সত্বেও অনুমোদন পেলেননা এমন ধরণের লিঙ্ক

থাকলে দিতে পারেন।

ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ