কি ভাবে গরু ডাক্তার হয়া যায়
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি আগে পশিক্ষণ নিন। ৪১দিন এর আছে আবার ৬মাসের আছে ৩মাসের আছে এটা আপনার ইচ্ছা।। আপনি আগে একটি গরুর ডাক্তার এর সাথে পরামর্শ করুণ। যে ভাল কোথাই পশিক্ষণ দেওয়া হয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যদি গরুর চিকিৎসা করার জন্য ডাক্তার হতে চান, তবে আপনাকে অবশ্যই এইচ, এস, সি পাশ করে বাংলাদেশে যে পাঁচটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে ভর্তি হয়ে পড়াশোনা সফল ভাবে শেষ করেই আপনাকে আপনার ভাষায় গরুর ডাক্তার হতে হবে। এ জন্যে এই লিংকে গিয়ে আপনাকে খোঁজ খবর নিতে হবে।ঃ- http://www.kalerkantho.com/print-edition/celebuse-nai/2014/09/17/129545

আর যদি গরুর খামার করতে চান, সে ক্ষেত্রে দেশে অনেক সরকারী যুব প্রশিক্ষণ কেন্দ্র ও বেসরকারী প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে ভর্তি হয়ে কোর্ষ সফল ভাবে শেষ করেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনি গরুর ডাক্তার বলে নিজেকে দাবী করতে পারবেন না। এ ব্যাপারে আপনি এই লিংকে গিয়ে খবর নিতে পারেন।

ঃ- http://www.dyd.gov.bd/#


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ