আমি এবার দাখিল পরিক্ষা দিচ্ছি সাধারন বিভাগ থেকে,  এরপরে পলিটেকনিকে পড়তে চাই কম্পিউটার সায়েন্স নিয়ে ।
 পরিক্ষার পড়ে 3 মাস বন্ধ পাবো এ সময় কি পড়বো এবং আমি গণিত পাড়িনা এখন কি করলে ভালো হবে।
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি বীজ গণিত ও ত্রিকোণমিতির যত সুত্র আছে (বিশেষ করে ত্রিকোণমিতির ) সবগুলা ভাল ভাবে শিখে নিন ।

এবং আপনার স্কুল / বন্ধুদের কাছ থেকে নবম-দশম শ্রেনীর পদার্থ ও রসায়ন বই নিয়ে পড়ুন, এর অধিকাংশ ডিপ্লমায় থাকবে ।

এগুলা আপনার ডিপ্লমা/পলিটেকনিকে সহায়তা করবে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রতি বছরের ন্যায় এবছর ও পলিটেকনিকে ফলাফলের ভিত্তিতে ভর্তি নিবে।এজন্যা আলাদা প্রস্তুতির কোন দরকার নেই।আপনি ম্যাথ গুলো ভালো ভাবে করতে পারেন পলিটেকনিকে ওগুলো সহজ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ