Junait

Call

নিম্নোক্ত বিষয় গুলো মেনে চলবেন,

তাহলে কম্পিউটার ফাষ্ট থাকবে...

(১)  ভালো মানের এন্ট্রিভাইরাস ব্যাবহার করবেন

       তবে যে কোন একটাই ব্যাবহার করুন অনেক গুলো

       করলে পিসিকে স্লো করে দিবে

(২) নিয়মিত পিসি স্কান করুন, কখনও এই ভুলটা করবেন

       না তাহলো- কোনো মেমরী কার্ড বা পেনড্রাইভ পিসিতে

        ব্যাবহারের পূর্বে অবশ্যই ভাইরাস চেক করে নিবেন।

(৩) অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনষ্টল করবেন না।

(৪) একসাথে দুই বা ততোধিক ভারি প্রগ্রাম ব্যাবহার করবেন না

      

(৫)  একটানা গেমিং হিসাবে পিসিটিকে ব্যাবহার করা যাবে

        না।

(৬)  প্রতি বছরে অন্তত একবার নতুন করে Windows.    

          সেটআপ করবেন তবে বেশি বেশি করে ঘন ঘন

        Windows সেটআপ দেওয়া মাদারবোর্ডের জন্য

        ক্ষতি।

(৭) প্রতিদিন অন্তত ২ বার পিসিটি রান করুন। 

           (recent/ temp, %temp%) ক্লিয়ার করবেন।

(৮) ডেক্সটপে বেশি শর্টকাট ব্যাবহার করা থেকে বিরত

       থাকুন।

(৯)  কম্পিউটারের C ড্রাইভ/লোকাল ডিক্স যথেষ্ঠ

         ফাঁকা রাখুন। 

(১০) প্রতিটি ড্রাইভ কমপক্ষে ১০% ফাঁকা রাখুন।

*** এভাবে নিয়মাবলি মেনে কম্পিউটার ব্যাবহার করুন

      তাহলে কোনো সমস্যা হবে  না ,  কম্পিউটার

থাকবে সুপার ফাষ্ট। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ