JURAINAHMAD

Call

একজন নবম/দশম শ্রেণির শিক্ষার্থীর স্কুলটাইম বাদে কমপক্ষে ৮ঘন্টা পড়ালেখা করা উচিৎ এবং ৬ঘন্টার অনঅধিক ঘুমানো উচিৎ ।আর খেলাধুলার ও বিনদনের জন্য ৩ঘন্টা । বাকি সময় আপনি স্কুল, প্রাইভেট কোচিং, খাওয়া, গোসল ও অন্যান্য কাজে ব্যায় করবেন ।আর ঘুমের সময় থেকে আরও ১ঘন্টা কমানো যেতে পারে তার বেশি নয়,তাহলে শরীর খারাপ করতে পারে ।আর স্মার্ট ফোনের প্রতি গুরুত্ব কমিয়ে দিন আর তা যেন ঐ ৩ঘন্টার বাইরে না হয় সেদিকে নজর রাখুন ।এভাবে আপনি আপনার রূটিন তৈরি করুন ।এটা অন্য করো দ্বারা সম্ভব নয় ।কারণ এখানে সময়ের কিছু বিবেচ্য বিষয় রয়েছে যেমন, আপনি পাঁচ ওয়াক্ত নামাজি কিনা, তাছাড়া আপনি কোন কোন সময়ে প্রাইভেট কোচিং করেন এবং কোন সময় স্কুল থেকে ফেরেন ইত্যাদি । যেহেতু আপনি বিভাগের ছাত্র তাই আপনার রূটিনে Physics, Chemistry, Biology, Social science, Higher Math, Mathmetics এই বিষয়গুলোর প্রতি বেশি সময় রাখতে হবে ।আর অবশ্যই পাচ অক্ত নামাজ পড়বেন

Talk Doctor Online in Bissoy App
Call

আলহামদুল্লিলা ভাল কথা তুমি ভালো রেজাল্ট করতে চাইলে দৈনিক ৬ থেকে ৭ ঘন্টা পড়া লেখা করতে হবে, এবং তোমার থেকে, যে বিষয় কঠিন লাগে সে বিষয় গুরুপ্ত দিতে হবে, বিদ্যা অর্জন করতে চাইলে পাঁচ ওয়াক্ত নামায পড়তে হবে, একজন ভাল ছাএ হতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে নিজের স্কুল বই পড়ে কিছু বাহির বই পড়তে হবে যেমন ইসলামিক বই কুরআন এবং হাদিস এইসব যদি অনুসরণ কর তাহলে তুমি একজন জ্ঞানী হতে পারবা ইনশাআল্লাহ?

Talk Doctor Online in Bissoy App
প্রতিদিন পড়ার টেবিলে মনোযোগ  সহকারে 
৪ ঘন্টা সময় দিন।আর আপনি যে বিষয়
 গুলো কম পারেন সে গুলোতে বেশি করে
 সময় দিন।।
Talk Doctor Online in Bissoy App