নৈতিক শিক্ষার অবক্ষয়ই জঙ্গিবাদের মূল কারণ।কথাটি যুক্তিযুক্ত এবং যথার্থ হয়েছে।আমি বিষয়টির পক্ষে মতামত পোষণ করছি। ধর্মীয় শিক্ষা ব্যবস্থার প্রতি অবহেলা আর তার প্রতি অনীহা মানুষকে ক্রমশ বিপথগামী করে তুলছে।নৈতিকতার একেবারেই বিলীন হয়ে যাচ্ছে।তার কারণ নৈতিক শিক্ষার অভাব।কেননা জঙ্গিবাদী মনোভাব পোষণ করে এমন কোন কথা আপনি কোন ধর্মীয় শিক্ষাতে পাবেন না।এটা আপনি হিন্দু বলেন কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিষ্টান।কিন্তু আপনি বিদ্যালয়ের পুস্তকগুলোতে আপসী হাজারো কথা পাবেন।নৈতিক শিক্ষায় শিক্ষিত যারা তারা কখনও খারাপ কাজ করতে পারে না।কেননা তারা আল্লাহকে ভয় করেন।তাই তারা এসব থেকে বিরত থাকেন।আমরা যারা স্কুল,কলেজে পড়ি তাদের মধ্যে হিংসা মনোভাব বেশি।তারা সন্ত্রাসবাদী করতে পারে কিন্তু যার নৈতিক শিক্ষা আছে তিনি তা পারেন না।কারন তিনি জানেন আল্লাহ তার সকল কাজের হিসাব নেবেন।তাই সর্বদিক বিবেচনা করে বলছি নৈতিক শিক্ষা সম্পূর্ণ বাধ্যতামূলক করে হলে জঙ্গিবাদ বাংলাদেশের বুক থেকে বিদায় নিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ