শিক্ষাই জাতির মেরুদন্ড আমরা সবাই জানি।।।কিন্তু কিভাবে?এটাও একটা কথা।। তাই আমাদের সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হবে আগেকার এখনকার দিনগুলার পার্থক্য অনুধাবন করা।।।শিক্ষাটা আমাদের মধ্যে এক ধরনের আলো ছড়ায়।।সেই আলোতে আমরা সবাই আলোকিত মানুষ হয়ে উঠি।।।শিক্ষা ছাড়া সেটা কোন ভাবেই সম্ভব নয়।।এই যে দেখুন না-শিক্ষার আলোটা আপনার নিজের মধ্যেই প্রতিফলিত।।।যার কারণে আপনি প্রশ্ন করতে পারছেন।।।এটা কি শিক্ষা ছাড়া সম্ভব হত।।।আর শিক্ষার ফলস্বরূপ আমরা এত মার্জিত ভাষায় কথা বলতে পারছি ও লিখতে পারছি।।।এটা মানব সভ্যতার কত বড় উৎথান কল্পনা করতে পারবেন।।।।এটা কিসের ফলে সম্ভব হয়েছে শিক্ষার কারনেই।।।তাই শিক্ষা মানব সভ্যতা নিমার্ণে কত ভূমিকা পালন করছে তা বলা বাহুল্য।। আর শিক্ষার বিরুদ্ধে আমার কোন অভিমত নেই।।তবে শিক্ষা অবশ্যই সুশিক্ষা হওয়া বাঞ্ছনীয়।কু শিক্ষাও একধরনের শিক্ষা।এ শিক্ষার দরকার নেই।।এটা ছাড়াও সভ্যতা নিমার্ণিত হয়েছিল অতীতে জ্ঞান দ্বারা।।আর শিক্ষাটা ভাল হলে মানব সভ্যতা আরও অনেক দূর এগিয়ে যাবে।।।আর এটার বিরোধিতা আশা করি না কেউ করবে।।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ