মানুষের লম্বা হওয়া বা শরীর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বীর্যের কোন ভূমিকা নেই।

অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত বৃদ্ধি হরমোনের প্রভাবে মানুষ লম্বা বা খাট হয়।

মিয়োসিস প্রক্রিয়ায় দেহ কোষের বিভাজন ঘটে।

অপরদিকে বীর্যে যে শুক্রানু থাকে তা জনন কোন এবং মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়।

ডিম্বানুর সাথে মিলিত হয়ে জাইগোট গঠনের আগে শুক্রানুতে কখনো মাইটোসিস বিভাজন সম্ভব নয়।

তাই,  শুক্রানু বা বীর্য কখনো গাঢ় হয়ে মাংসে পরিনত হতে পারে না।

অতিরিক্ত যৌন হরমোন হয়ে গেলে তা প্রাকৃতিক উপায়ে (স্বপ্নদোষ বা অন্য কোন মাধ্যমে) বেরিয়ে যায়।

সাধারনত হস্তমৈথুন না করলে পুরুষের প্রতিমাসে গড়ে এক থেকে দেড় বার স্বপ্নদোষ হয়।

পুরান শুক্রানু বেরিয়ে যায় এবং দেহে নতুন শুক্রানু এবং বীর্য উতপন্ন হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ