আমি এ বছর ন্যাশনালে চান্স পাই নি ।  পরিবারের ইচ্ছা 

ন্যাশনাল অথবা পাবলিকে পড়বো ।  ডিগ্রিতে পড়ানোর কোন

ইচ্ছা নেই ।  এই সময়ে প্রাইভেট কলেজে ও যাবো কি না তা

নিয়ে কথা বার্তা চলছে ।  কিন্তু আমার মনে টেনশন হচ্ছে

মা বাবাকে ছাড়া মেসে থেকে লেখাপড়া করতে পারবো কি?

আমার অসুখ হলে কে কি করবে ।  আবার আমি চাই

ভবিষ্যতে ভালো চাকরি করতে ।  এই মুহুর্তে আমি কোন সিদ্ধান্ত

নিতে পারছি না কি করবো । আপনাদের পরামর্শ চাই । 


শেয়ার করুন বন্ধুর সাথে

ভাল কোন চাকরি পেতে হলে,আপনাকে লেখাপড়া করতে হবে। আর আপনার এলাকার কোনো কলেজে ডিগ্রী ভর্তি হোন তাহলে আপনার মা বাবা কেউ দেখাশুনা করা হবে।আপনাদের যদি ভাল অবস্থা থাকে তাহলে মা বাবাকে নিয়ে কলেজের(যেখানে পড়ার ইচ্ছা) নিকটের  কোন বাসায় ভাড়া থাকতে পারেন।

আর গুরুজনের পরামর্শ নিন।

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ