আমি একটি পুরাতন ল্যাপটপ কিনতে চাই।আমি বিক্রয় ডট কম এ কছু বিজ্ঞাপন দেখছি যেখানে অনেক কম মুল্যে অনেক ভাল ভাল ল্যাপটপ বিক্রয় করছে।এবং সবাই বলছে তাদের কম্পানি বন্ধ হবার কারনে সেগুলা বিক্রি করছে।আমার প্রশ্ন হল,এগুল কিনা কি ভাল হবে?imageimage


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

ভাই.. সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্স যন্ত্র

না নেওয়াই ভালো। আরোও অপরিচিতদের

থেকে নিবেন... এতে প্রতারিত হওয়ার সম্ভবনা

আছে। বিক্রয় ডম কম থেকে সেকেন্ডহ্যান্ড

ইলেকট্রনিক্স যন্ত্র কিনে প্রতারিত হয়েছেন এমন

ঘটনা অনেক পাওয়া যায়, তবে ভালোও পাওয়া যায়।

আমার বিবেচনায় সবথেকে ভালো হয়.. নতুন ল্যাপটপ

কেনা কোনো নিকটস্থ মার্কেট থেকে। 

আপনি উল্লেখিত ল্যাপটপটি কিনে লাভবান ও হতে

পারেন বা প্রতারিতও হতে পারেন... এটি মাত্র ধারনা।

আপনি ল্যাপটপটি ক্রয় করে ক্ষতিগ্রস্থ হলে আমি বা

বিস্ময় কর্তৃকপক্ষ কোনভাবেই দায়ী নয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ