আমি নাঈম হোসেন শান্ত|আমি ১ ০ম শ্রেনীর বিঞ্জান শাখার ছাত্র|আমি এস এস সি তে golden A+পেতে চায়| এখন বছরের ১ম থেকে আমি ভালোভাবে পড়তে চাই|আমার রুটিনে দৈনিক কতঘন্টা পড়তে হবে?এবং|GPA5পেতে হলে কোন কোন বিষয়ে এ+ পেতে হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

তুমি দৈনিক সকাল ও রাত মিলিয়ে ৫/৬ ঘণ্টা পর এবং নিরিবিলি পরিবেশ এ Relax হয়ে মন দিয়ে বুজে বুজে পরার চেষ্টা কর আল্লাহ্‌র রহমতে তোমার আশা পুরন হবে ।  GPA ৫ পেতে হলে সব বিষয়ে A+ পেতে হবে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Surovee

Call

আপনার  text বই সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। তার উপর সৃজনশীল বিষয়েও ভাল ধারণা থাকতে হবে।নিম্নে যেকোন ৩ টা তে এ আর বাকি গুলা  প্লাস পাইলে এ প্লাস থাকবে।আর অপশনালে এ প্লাস না থাকলে বাকি গুলাতে প্লাস থাকলে গোল্ডেন থাকবে।আর আপনি আপনার বেস্ট টা দিয়ে পড়তে চেষ্টা করবেন।আপনার পক্ষে যতটুক সম্ভব হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি নিয়মিত দৈনিক ৪ ঘণ্টা যদি পড়েন তাহলে আপনি এ+ না , গোল্ডেন এ+ পাবেন।

তবে আপনাকে নিয়মিত পড়তে হবে এবং পড়ার সাথে সাথে লিখতে হবে ।


আর এ+ এর জন্য আপনি যদি চতুর্থ বিষয় এ+ না পান তবে  সবগুলো বিষয়েই এ+ পেতে হবে।

আর যদি চতুর্থ বিষয় এ+ পান থলে আপনি মূল বিষয়ের ২ টায় এ+ না পেলে ও এ+ পাবেন। 


তবে আপনি নিয়মিত লেখাপড়া করুন আর এ+ প্লাস নয় , গোল্ডেন এ+ পাওয়ার  মত প্রস্ততি নিন।


দোয়া করি আপনার পরিক্ষা ভাল হোক আর আপনি যেন গোল্ডেন এ+ পান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ