Unknown

Call
সকল পদার্থ তাপের ফলে কঠিন থেকে তরলে পরিবর্তিত হয়না। এর অনেক কারণ থাকতে পারে।

কাঠের কম্বাসন টেম্পারেচার এর মেল্টিং টেম্পারেচার এর চেয়ে কম। অর্থাৎ যে পরিমাণ তাপে কাঠ গলে যাওয়ার কথা সে পরিমাণ তাপে পৌঁছানোর আগেই কাঠ তাপ-উৎপাদী বিক্রিয়ায় বিভিন্ন রাসায়নিক পদার্থে (মিথেন, কার্বন, পানি ইত্যাদি) পরিণত হয়ে যায় এবং ঐসকল পদার্থ অক্সিডাইজেশনের ফলে তাপ ও আলো উৎপন্ন করে নিঃশেষ হয়ে যায়, অবশিষ্টাংশ হিসেবে পড়ে থাকে কয়লা (কার্বন)।
ইটের ক্ষেত্রেও মোটামুটি একই ঘটনা ঘটে, মাটিতে পানিসহ বেশকিছু খনিজ দ্রবীভূত থাকে। তাপ দিলে এই পদার্থগুলো বাষ্প হয়ে যায়, মাটিতে থাকা সিলিকা তখন ঐসকল পদার্থের যায়গা দখল করে নেয়। ফলে তাপের কারণে মাটি গলে না গিয়ে ইটে পরিণত হয়। তবে ইটকে যদি আরও তাপ দেয়া হয় তাহলে এতে সিলিকা কণাগুলো কাচে পরিণত হবে এবং তাপ অব্যাহত থাকলে তরলে পরিণত হবে। কিন্তু সিলিকার পাশাপাশি থাকা কার্বনিক যৌগগুলো অপরিবর্তিত থাকে ফলে এই তরলাবস্থা দৃশ্যমান হয়না। অতিরিক্ত তাপে পোড়ানো ইট কয়লার মতই একটি অবশিষ্টাংশে পরিণত হয়।

এবার যখন দুই ক্ষেত্রেই কয়লা অবশিষ্ট  আছে আপনি হয়তো বলবেন কয়লাকে তাপ দিলে সেটি তরলে পরিণত হয়না কেনো?
এর কারণ কয়লা কিছুটা উদ্বায়ী টাইপের পদার্থ, একে তাপ দিলে এটি বায়ু থেকে অক্সিজেন শোষন করে ধীরে ধীরে কার্বন-ডাই-অক্সাইড তথা গ্যাসীয় পদার্থে রুপ নেয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ