এগুলোর বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। সহজ,সরল মানুষকে ধোঁকা দিয়ে অর্থ উপার্জনের জন্য তারা এহেন কর্ম করে থাকে।তাবিজ-কবজ করে মানুষের মনকে বশে আনা কখনোই সম্ভব নয়। এখন মানুষ শিক্ষিত হচ্ছে।তাই সমাজের এরুপ কুসংস্কারে প্রতি মানুষ এখন বিশ্বাস করে না। বর্তমান প্রেক্ষাপটে এগুলো খুবই নিন্দনীয় কাজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমি বলতে চাই এটি আমাদের ভুল ধারনা,তাবিজ কবজ যেহেতু ইসলামে লেখা নিশিব্ধ,তাবিজ কবজ বিশ্বাস করা সেরেক. এগুলো আমাদের মধ্যযুগিয় চিন্তা ভাবনা.আর তুমি যেটা বললে আমাদের সমাজে তাবিজ বর্শিকরন প্রথা চালু আছে.এগুলো আমাদের সমাজে নেই.কিছু লোক জিবিকা হিসেবে রোজগার করার পথ খুলা রেখেছে.মানুষ কে মিথ্যা পথে চালানো হচ্ছে.আশা করি ভুল হলে খমার দৃষ্টিতে দেখবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ