আমি ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে অনলাইনে ২য় রিলিজ স্লিপের আবেদন করছি। কিন্তু subject গুলো আমার মন মত না। আর আমি SSC তে 3.94 ও HSC তে 3.75 (SCIENCE) থেকে পাস করেছি। এখন আমি চাচ্ছি স্নাতক না পরে ডিগ্রিতে apply করব। কিন্তু আমি কনফিউজ আছি ডিগ্রি তে কোন টা নিেয় পরলে ভাল হয়? দেখলাম ডিগ্রতে-- 1)B.A 2)B.Sc 2)B.B.S 3)B.S.S প্রথমত শোনলাম ডিগ্রিতে পরলে নাকি ভবিষ্যতে কিছু নাই। এই সেই। তারপরও আমি ডিগ্রিতে পরব decision নিয়েছি। আমি জানতে চাচ্ছি, degree তে B.Sc নিয়ে কেও তেমন একটা কথা বলে না বা কেও গুরুত্য দেয় না সবার মুখে শুনা যায় B.A, B.B.S, B.S.S আর B.Sc. নিয়ে কি আমি কোন ভূল করতেছি? B.Sc তে কি কি বিষয় আছে? দয়া করে যদি কেও আমাকে ডিগ্রি B.Sc নিয়ে সম্পূণ ধারণা দিতেন। আর একটু কষ্ট করে যদি এর ভবিষ্যত চাকরি নিেয় কিছু বলতেন।
Share with your friends

আপনি বিএসসি তে নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। এখানে দুটি অপশন আছে। যথা: ১) বাইলোজি শাখা: এখানে সাবজেক্ট থাকবে রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ বিদ্যা, প্রাণিবিদ্যা। ২) গণিত শাখা: এখানে আছে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত। আপনি যে কোন এক শাখায় ভর্তি হতে পারবেন। এরপর বিএসসি পাস করার পর আপনি প্রিভিয়াস এবং মাস্টার্স করতে পারবেন। তখন আপনি বিষয়ভিত্তিক চাকরি ছাড়া যে কোন ধরনের চাকরিতে আবেদন করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App