শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি নিচের লিংক থেকে যেকোন টা দেখতে পারেন>>> https://dam.com.bd/brand/tp-link/170-38

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১টি ল্যাপটপ এ ব্যবহারযোগ্য কোন রাউটারটি ভাল হবে, যেখানে বাসায় দেয়াল স্বল্প। শুধু নেট সংযোগের জন্য কম দামে কোন ওয়াইফাই রাউটারটি কিনবো? প্রায়ই আশে-পাশের মানুষ এ ধরনের প্রশ্ন করে, তাদের জন্যই আজকের লেখাটি। প্রথমত- আমার টার্গেট যেহেতু শুধু ইন্টারনেট লাগবে ওয়াইফাই হিসেবে সেজন্য আমার খুব একটা দামি রাউটারের প্রয়োজন নেই। ১২০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে যে কোন রাউটার আমি কিনতে পারি। আমি এক কথায় বলব টিপি লিঙ্কের WR-720N/WR-740N/WR-840N রাউটারটি নিন। এখন জিজ্ঞেস করতে পারেন রাউটার তো অনেক ব্র্যান্ডের আছে আপনি শুধু টিপি লিংকের কথা বলেন কেন? কম মূল্যের সেরা টিপি লিংক ওয়াইফাই রাউটার আপনি আপনার আইএসপি এর সাথে কথা বলে দেখেন যে তারা টিপি লিংক প্রেফার করবে। সেজন্য আপনাকে টিপি লিংক এর যে কোন একটি মডেল নেওয়াই উত্তম হবে। আমি বলছিনা অন্যান্য ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার ভালো না। টিপি লিংকের চেয়ে নেটগিয়ার,সিসকো অনেক উন্নত রাউটার তবে এগুলোর দাম যেমন বেশি ( সিসকো ২৯০০ টাকা সর্বনিন্ম ১৫০ এমবিপিএস ) তেমনি কাভারেজও কম। আপনার সাধারণ কাজে ইন্টারনেট ব্যবহারের জন্য টিপি লিংকের ওয়াইফাই রাউটারই যথেষ্ট। আপনি এখন ১২০০ টাকায় ৭২০এন, ১৪০০ টাকায় ৭৪০এন আবার ২১০০ টাকায় ৮৪১এন ও কিনতে পারেন। সার্ভিস মোটামুটি একি পাবেন শুধু কাভারেজ ৮৪১এন>৭৪০এন>৭২০এন যৎসামান্য পার্থক্য পাবেন এবং ৮৪১এন ৩০০ এমবিপিএস হওয়ায় ৬-৮ টি ডিভাইসে একসাথে ইউটিউব ভিডিও দেখতে পারবেন বাফারিং ছাড়াই ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ