১. ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকা যুক্তরাজ্য তথা ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা পায়। ২. চীনকে বাইরের কেউ শাসন করেনি এবং তাদের নিজস্ব স্বাধীনতা ছিল। তবে সেটা ছিল রাজতন্ত্র। সেই রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণপ্রজাতন্ত্রী চীন ঘোষণা করা হয় ১লা অক্টোবর ১৯৪৯ সালে। ৩. সৌদি আরবকেও সাম্রাজ্যবাদি কেউ শাসন করেনি। তাই তাদেরও স্বাধীনতার প্রশ্ন নেই। তারা তুর্কি সালতানাতের অধীনে ছিল। বর্তমান অবকাঠামো অনুযায়ী প্রথম সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ১৭৪৪ সালে। দ্বিতীয় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠিত ১৮২৪ সালে এবং তৃতীয় সৌদি রাষ্ট্র ঘোষিত হয় ৮ই জানুয়ারী, ১৯২৬ সালে। আর তা স্বীকৃতি পায় ২০শে মে, ১৯২৭ সালে। ৪. জাপান পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতা ও ইতিহাসের দেশের অন্তর্ভুক্ত। জাতীয় প্রতিষ্ঠা দিবস ১১ ফেব্রুয়ারি, খ্রিস্টপূর্ব ৬৬০ অব্দ। অর্থাৎ আজ থেকে প্রায় ২৬৭৬ বছর আগে তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত!! মেইজি সংবিধান ২৯ নভেম্বর, ১৮৯০ সালে রচিত হয়। তাদের বর্তমান সংবিধান রচিত হয় ৩ মে, ১৯৪৭ সালে। এবং ২৮ এপ্রিল, ১৯৫২ সালে সান ফ্রান্সিস্কো শান্তি চুক্তির মাধ্যমে বর্তমান আধুনিক জাপানের রূপায়ণ ঘটে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ