যখন খেয়ে ছিলাম তখন ভালো ছিল এখন আবার মাসে ১০/২০ স্বপ্নদোষ হয় খেয়েছিলাম ১০০ মিলি ৮ দিনে শেষ এখন আমি চাইতেছি ৫০০ মিলি খেতে ১ মাসে নয়ত 4/5 টা ১০০ মিলি খেতে আপনারা কি বলেন অবস্তা খারাপ
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

জারনাইড 500 নাই, 100 মিলি আছে

আপনি চাইলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী

আরো 1 মাস চালিয়ে যেতে পারেন,

স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে

*মুক্তির পথ ও পদ্ধতির মধ্যে প্রথমটি হল

নিজের খেয়াল ও ধ্যান ধারণাকে সব সময়

পাক সাফ রাখবেন। নিজের মনকে নিজের

আয়ত্বে রাখতে আপ্রাণ চেষ্টা করবেন ।

*শেষ রাতে প্রসাবের বেগ হলেই উঠে প্রসাব

করে 

নিবেন স্বপ্নদোষ রোগে আক্রান্ত ব্যক্তিরা

কোন প্রকার খারাপ চিন্তা মনে আনবেন না।

*প্রতিদিন সামান্য করে হলেও পুদিনা পাতা

খাওয়ার অভ্যাস করুন।

*আয়াতুল কুরসি পড়ে ঘুমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ