Call

যতক্ষণ পড়বেন ততক্ষণ আপনি শুধুমাত্র পড়া লেখার দিকেই মন দিবেন। আর যখন পড়াএ ইচ্ছে করবে না তখন আপনি আপনার প্রিয় বিষয়টি পড়ার চেষ্টা করবেন। আর যদি তাও পড়তে বসতে ইচ্ছা না করে তাহলে বাহির যাবে এবং একটু ঠান্ডা বাতাস থেকে ঘুরে আসবেন। আর আইসি যন্ত্র থেকে একটু দূর থাকবেন। নির্দিষ্ট সময় ছাড়া কখনওই এইগুলি ব্যবহার করবেন না। পড়ালেখার সমম ভুলেও এইগুলিএ আশেপাশে যাবেন না। আর সাইন্স থেকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে অবশ্যই আপনার প্রত্যেকটি বিষয় সম্পর্ক মৌলিক ধারণা থাকতে হবে এবং বিস্তারিত ও সঠিক ধারণা থাকতে হবে যতটুকুই পড়বেন ঠিক ততটুকুই নিজে চিন্তা করে পড়বেন এবং নিজেই চিন্তা করবেন কি শিখলেন সেখান থেকে। স্কুল/প্রাইভেট টিউটরের কাছ থেকে না বুঝা বিষয়গুলি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং বাসায় সেটা প্রচুর পরিমাণে প্রেক্টিস করবেন। তাহলেই একমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে সান্স পাওয়ার সুযোগ হতে পারে।আর সব সময় বেশি বেশি প্রেক্টিস করবেন।

Talk Doctor Online in Bissoy App