Junait

Call

আপনার রেজাল্ট ভালো ও আপনি মেধাবী।

আপনার জীবনের লক্ষ স্থির করে জেনারেল

নাকি পলিটেকনিক সেটি ঠিক করে ফেলুন।

আপনার যদি আর্থিক অবস্থা মোটামুটি ভালো এবং

চাকুরি কিছুটা দেরিতে হলেও অসুবিধা না থাকে

তাহলে আপনি জেনারেলে পড়তে পারেন। 

আর পলিটেকনিক হলো কারিগরি শিক্ষা বোর্ডের

অধীনে, যেখানে যে কোন ১টি বিষয়ে নির্দিষ্ট সময়ের

মধ্য কোর্স শেষ করতে হয়। ইঞ্জিনিয়ারিং এ পড়লে

আপনি একজন নির্দিষ্ট বিষয়ের উপর ইঞ্জিনিয়ার হবেন।

প্যারামেডিকেলে ডিপ্লামা করলে একজন ডাক্তার হবেন।

পলিটেকনিকে ডিপ্লোমার কোর্স গুলো ৪ বছরের।

৪ বছর পর চাকুরি পাবেন,  চাইলে BSC করে নিজেকেও

আরোও উচ্চস্থানে নেওয়া যায়। BSC কোর্স ৩ বছরের।

জেনারেল বা পলিটেকনিক যে প্রতিষ্ঠানে পড়ুন না

কেন ভালো চাকুরি / ভালো স্থানে যেতে পারবেন তবে

দুটি স্তরেই একটিই শর্ত ভালো ফলাফল অর্জন করা।

Talk Doctor Online in Bissoy App